ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসে বিস্ফোরণ, নিহত ৩

Looks like you've blocked notifications!
দুর্ঘটনায় আহত এক শিশু কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি : এনটিভি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসের তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা কমল তালুকদার (৪৫)। নিহত অপর শিশু, নারী ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারমুখী মাইক্রোবাস (চট্ট মেট্রো-ছ, ১১-১৭২৫) ও চট্টগ্রামমুখী মিনিট্রাকের (চট্ট মেট্রো-ন, ১১-১৯৫২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজন মারা যান এবং ১০ জন আহত হন। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

ওসি আরো জানান, নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর পাঁচজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।