ময়ূরীর স্বামীর মৃত্যু
চলচ্চিত্র নায়িকা ময়ূরীর স্বামী ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলন (৪৫) মারা গেছেন।
রেজাউলের স্বজনরা জানিয়েছেন, গতকাল রোববার ঢাকার সাভারের একটি হাসপাতালে মারা যান তিনি।
রেজাউলের সাবেক স্ত্রী রুমি খান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, গতকাল রোববার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) রেজাউল মারা যান। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় গোবিন্দাসী কবরস্থানে রেজাউলের দাফন অনুষ্ঠিত হয় বলে রুমি জানিয়েছেন।
চিত্রনায়িকা ময়ূরী ছিলেন রেজাউলের তৃতীয় স্ত্রী। রেজাউল তিন সন্তানের জনক। ২০০৯ সালে বিএনপির সমর্থনে তিনি ভূঞাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০১২ সালে ভাইস চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন রেজাউল। তিনি বালুমহালের ব্যবসা করতেন।