আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি: কাদের

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি।’ একইসঙ্গে তিনি আবারো দাবি করেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাথে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার- নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন।’

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিল, ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের পর পরই তারাই কিন্তু পরিবেশ বিনষ্ট করার সব ধরণের আয়োজন করছে।’ তিনি আরো বলেন, ‘তারা মনোনয়নপত্র সংগ্রহের নামে নেতাকর্মীর পাশাপাশি চিহ্নিত, দাগী, সন্ত্রাসীদের জমায়েত করে একদিকে মনোনয়নপত্র দিচ্ছে, আরেকদিকে মনোনয়নপত্র সংগ্রহ করার নামে তারা রাস্তা বন্ধ করে জমায়েত করছে।’

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকারকে নির্বাচনী আইন পরিপন্থী উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, বিষয়টি নিয়ে তাঁর দল উচ্চ আদালতে যাবে কিনা- আলোচনার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকেও দেখলাম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গতকাল ইন্টারভিউ নিয়েছে লন্ডন থেকে। এটা সুষ্পষ্টভাবে নির্বাচনী আইন এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

ওবায়দুল কাদের জানান- এককভাবে নয়, জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তবে কবে নাগাদ  চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তা স্পষ্ট করেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।