খুলে দেওয়া হয়েছে স্কাইপে

Looks like you've blocked notifications!

টেলিযোগাযোগ অ্যাপ স্কাইপের কার্যক্রম মঙ্গলবার বিকেল থেকে আবার শুরু হয়েছে। স্থানীয় নিয়ন্ত্রকরা অ্যাপটি খুলে দিয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক ইউএনবিকে বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে খুলে দেওয়ার জন্য তাদের বিকেল ৪টা ২৫ মিনিটে একটি মেইল দেয়। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে দেশব্যাপী স্কাইপের সেবা পুনরায় চালু হয়েছে। এখন মানুষ অ্যাপটির মাধ্যমে দেশ-বিদেশ থেকে যোগাযোগ করতে পারছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, দেশব্যাপী স্কাইপের সেবা পাওয়া যাচ্ছে। স্কাইপে ব্যবহারে কারিগরি ত্রুটি ছাড়া কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়।

এমদাদুল হক জানান, এর আগে সোমবার তারা বিটিআরসির কাছ থেকে একটি মেইল পেয়েছিলেন। এতে স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে সব ধরনের যোগাযোগ স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়।

তবে বিটিআরসি চেয়ারম্যান দাবি করেন, স্কাইপে বন্ধ করার কোনো নির্দেশনা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে দেওয়া হয়নি।