সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জলদস্যু’ নিহত
সাতক্ষীরার শ্যামনগরের বড়কুপোট গ্রামে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ দাবি করেছে, তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আলাল গাজী ও শহীদুল ইসলাম নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং এঁরা সুন্দরবনের জলদস্যু।
সোমবার রাত ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে এবং ২০ রাউন্ড গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশের কাছে খবর আসে, দুই জলদস্যু আলাল গাজী ও শহীদুল ইসলাম বড়কুপোট গ্রামে গিয়ে নিজেদের কাছে জিম্মি হিসেবে আটক থাকা জেলেদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশ উপস্থিত হতেই আলাল ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর প্রথমে গুলিবর্ষণ করে এবং ককটেল নিক্ষেপ করে।
ওসি এনামুল আরো জানান, পুলিশও এ সময় পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধের পর দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আলাল ও শহীদুলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা নিহতদের জলদস্যু আলাল ও শহীদুল নামে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। আলাল আশাশুনির শীতলপুর গ্রামের ও শহীদুল ইসলাম শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামের বাসিন্দা। উভয়ের বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় ছয়টি করে মামলা আছে।
পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে আলাল অস্ত্রসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েন।
ওসি এনামুল জানিয়েছেন, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য—উপপরিদর্শক আবদুল কাদের, উপপরিদর্শক নাজমুল ইসলাম ও কনস্টেবল সোনা মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।