‘আমজাদ হোসেনের সুচিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে’

Looks like you've blocked notifications!
চলচ্চিত্রকার আমজাদ হোসেন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

বিশিষ্ট চলচ্চিত্রকার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমজাদ হোসেনের সুচিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে।’

আজ বুধবার রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা আমজাদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমজাদ হোসেনের উন্নত চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত স্থিতিশীল আছে। আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিতে হতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এরকম গুণী ব্যক্তিত্ব আমরা হারাতে চাই না। তাঁর সুচিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে।’

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান জানান, তাঁর বাবার উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার বিষয়ে প্রস্তুতি চলছে। ইমপালস হাসপাতালের চিকিৎসক শহীদুল্লাহ সবুজ জানান, তাঁর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়, তবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।