নারায়ণগঞ্জে শিশুর গলা কাটা লাশ
নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে সুমন (৪) নামের এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর তীরে একটি পোশাক কারখানার পেছন থেকে মৃতদেহটি পাওয়া যায়। গত রোববার থেকে নিখোঁজ ছিল সুমন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। তবে শিগগিরই এই রহস্য উদ্ধার করা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ বছর বয়সী রবিন নামের অপর এক শিশুকে থানায় নেওয়া হয়েছে। রবিনের সঙ্গে রোববার খেলতে বের হয়েছিল সুমন। তার বাবা নূরউদ্দিন ফতুল্লার একটি রি-রোলিং মিলের পাশে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে।
মৃতদেহের প্রাথমিক সুরতহাল থেকে পুলিশ বলছে, ব্লেড দিয় গলা কাটা হয়েছে, উপড়ে ফেলা হয়েছে দুটি চোখ। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।