গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

Looks like you've blocked notifications!
শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুরে রাসেল নামের একজন গণপিটুনিতে নিহত হন। ছবি : এনটিভি

গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত রাসেল ওরফে গিট্টু রাসেল একজন ছিনতাইকারী এবং তাঁর বাড়ি টঙ্গীর পূর্ব আরিচপুরে।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের ভাষ্যমতে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মধ্য আরিচপুর এলাকায় ছিনতাইকালে এলাকাবাসী রাসেলকে হাতেনাতে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাসেল দীর্ঘদিন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। মাঝেমধ্যেই তিনি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করতেন এবং প্রতিনিয়তই এলাকার লোকজন ও পোশাককর্মীদের কাছ থেকে ছিনতাই করে সর্বস্ব লুটে নিতেন। তাঁর নামে টঙ্গী থানায় কয়েকটি মামলা রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।