কয়টি কেন্দ্রে ইভিএম, ঠিক হবে আজ

Looks like you've blocked notifications!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি এবং কোন কোন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে আজ শনিবার তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে তাঁর সভাকক্ষে ৪০তম কমিশন সভা হবে।

ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনে কতটি আসনের কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেটি আজ নির্ধারণ করবে কমিশন। সব কিছু ঠিক থাকলে আজকের সভায় কমিশনাররা কেন্দ্র সংখ্যা ঠিক করে ফেলবেন। এ ছাড়া নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়েও তারা ইসি সচিবালয়ের কাছ থেকে জানবেন।

আজকের ৪০তম কমিশন সভার অফিস আদেশে বলা হয়েছে, কার্যসূচিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ভোটকেন্দ্র নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভায় সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।