কলেজছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Looks like you've blocked notifications!

নওগাঁর সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত এলাকা থেকে জাকিরুল ইসলাম উকিল (১৮) নামের এক কলেজছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জাকিরুল উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে এবং সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমির এইচএসসি পরীক্ষার্থী।

পত্নীতলা ১৪ বিজিবির অধীন আদাতলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ শনিবার বিকেলে ওষুধ কেনার কথা বলে বের হন জাকিরুল। পরে সীমান্তের ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের একটি গ্রামে ঢুকে পড়েন তিনি। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে ধরে নিয়ে যায় বিএসএফ।

জাহাঙ্গীর হোসেন আরো জানান, জাকিরুলকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।