ভোট বিপ্লবে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অলির

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে নির্বাচনের দিন মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা ও আগামী নির্বাচনে তাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান ২০ দলীয় জোটের এই নেতা।
অলি আহমেদ বলেন, আমরা ১৮ কোটি জনগণের মধ্যে মাত্র দুই-পাঁচ লাখ লোক নির্বাচনের সঙ্গে জড়িত থাকি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করে জাতিকে মুক্ত করার জন্য ওইদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এলডিপি সভাপতি আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের বিরোধী নই। আমাদের লক্ষ্য মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করা। আমরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এখন ঐক্যবদ্ধ হয়ে ভোটের জন্য লড়াই করতে হবে।
মুক্তিযোদ্ধা অলি আহমেদ উপস্থিত অন্য মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনরা নিজ নিজ এলাকায় গিয়ে নারীসহ অন্যদের উৎসাহ দিন। তারা যেন নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের অধিকার ফিরিয়ে আনে।
অলি আহমেদ বলেন, যেসব মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করেন আমি তাদের উদ্দেশেও বলতে চাই, আপনারা জনগণের পক্ষ নিন, যেভাবে জনগণের পক্ষে মুক্তিযুদ্ধ করেছিলেন। কাপুরুষের মতো জীবনযাপনের কোনো মানে নেই।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণ করেননি উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, ক্ষমতাসীনরা কেবল নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে অলি আহমেদ বলেন, আপনারা আর কত দিন ব্যবহৃত হবেন? দেশের জনগণের জন্য এখন ঐক্যবদ্ধ হোন। আমাদের অনেকের মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
জোটের সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, সব দল এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। আমাদের সেসব প্রার্থীকেই মনোনয়ন দেওয়া উচিত, যারা যোগ্য, সাহসী, গ্রহণযোগ্যতা আছে এবং মানুষের মাঝে জনপ্রিয়তা রয়েছে।