লক্ষ্মীপুর জেলা মৎস্য কার্যালয়ে আগুন
লক্ষ্মীপুর জেলা মৎস্য কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের মূল্যবান কাগজসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলেকউজ্জামান বলেন, রাতে কার্যালয়ের একটি জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কার্যালয়ের বিভিন্ন আসবাব ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। তিনি আরও বলেন, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।