নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

Looks like you've blocked notifications!

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে ড. কামাল হোসেন বলেন, ‘বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি মাথায় রেখে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনে বলেছিও।’

বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘স্যারের এখন অনেক বয়স। তা ছাড়া তিনি অসুস্থ্ও। শুধু শারীরিক অবস্থা ও বয়সের কারণেই তিনি নির্বাচন করছেন না। ঐক্যফ্রন্ট থেকে তাঁকে তাঁর পছন্দমতো আসনে নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরো দুই মাস আগেই নির্বাচন না করার বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা মিডিয়ায় বলেছেন। স্যার নির্বাচন করবেন না, এটা আজকের নতুন বিষয় নয়।’

সুব্রত চৌধুরী আরো বলেন, ‘সরকার জনগণের কাঁধে জগদ্দল পাথরের মতো ভর করেছে। তারা গত ৫ জানুয়ারির মতো যেকোনো প্রকারেই একটি একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চাইছে। এবার আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ঐক্যফ্রন্ট সফল হবে। জনরায়ের মাধ্যমেই এই সরকারকে করুণভাবে বিদায় নিতে হবে।’