নড়াইলে সাজ্জাদের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

নড়াইল-১ আসনে (কালিয়া ও সদরের একাংশ) ধানের শীষ প্রতীকে কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কালিয়া ও নড়াগাতি থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলুসহ আরো অনেকে। নড়াইল-১ আসনে সাজ্জাদ হোসেন ও বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

সাজ্জাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ তুলে  বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘কালিয়াবাসী (আমরা) এই সাজ্জাদ কর্নেলের মনোনয়ন বাতিল চায়। কারণ তিনি আমাদের সঙ্গে কোনো দিন ছিল না। কোথা থেকে এসেছে, এসে জুড়ে বসেছে। আমরা বিএনপির নেতাকর্মী যাঁরা ছিলাম, নির্যাতিত ছিলাম আওয়ামী লীগের আমলে। উনিও আওয়ামী লীগ করেছে আগে-পরে। এখন বিএনপিতে এসেছে শুনেছি। আমরা জানি না। তাই আমাগের দাবি, কালিয়াবাসীর দাবি সাজ্জাদের মনোনয়ন বাতিল করো।’

বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, ‘বিশ্বাস জাহাঙ্গীর আলম আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপিসহ সকল তৃণমূলের সঙ্গে আছে। তিনি দীর্ঘদিন ধরে হামলা মামলাসহ জেল-জুলুম সব দেখেছেন। আমরা কোনো সাজ্জাদকে (দেখতে) চাই না। আমরা তাঁকেই (জাহাঙ্গীর আলম) চাই।’

সাজ্জাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ তুলে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘দীর্ঘদিন ধরে হামলা, মামলার শিকার আমরা, এবং এই সাজ্জাদ আওয়ামী লীগ করে। আমাদের সমস্ত দিক দিয়ে সাংগঠনিকভাবে জাহাঙ্গীর বিশ্বাস আমাদের সঙ্গে ছিল। দীর্ঘদিন রাজপথে ছিল। আমাদের কর্মীদের পাশে ছিল। আমরা সাজ্জাদের এই মনোনয়ন বাতিল চাই।’