‘হারিকেন’ নিয়ে ৬৩ জন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদ্য গঠিত নির্বাচনী জোট ‘গণঐক্যে’র নেতারা। ওই জোটের ৬৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
দুইটি দলের ওই জোটের নেতৃত্ব দিচ্ছেন ববি হাজ্জাজ। তিনি ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ববি হাজ্জাজের নিজ দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছাড়া ওই জোটে আছে বাংলাদেশ মুসলিম লীগ। এরমধ্যে ববি হাজ্জাজের দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। তাই নিবন্ধিত দল মুসলিম লীগের ‘হারিকেন’ প্রতীক নিয়ে নির্বাচন করবে ‘গণঐক্য।’
গতকাল বুধবার ওই ৬৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গণঐক্যের নেতা মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।
৬৩ প্রার্থীর মধ্যে এনডিএম থেকে ৪১জন এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গণঐক্যের সভাপতি ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণঐক্যের শরিকদল মুসলিম লীগের সভাপতি বদরুদ্দোজা সুজা সুনামগঞ্জ- ১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এনডিএম থেকে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা
লক্ষীপুর ২ আসনে শেখ মো. ফায়িজউল্লাহ্, লক্ষ্মীপুর ৩ আসনে মোহাম্মদ উল্লাহ্, চাঁদপুর ২ আসনে মো. নুরুল আমিন, সুনামগঞ্জ ২ আসনে মাহমুদ হাসান চৌধুরী, সুনামগঞ্জ ৩ আসনে সৈয়দ শাহ্মুবশ্বির আলী, সিলেট ৫ আসনে মুহাম্মদ শহিদ চৌধুরী, দিনাজপুর ১ আসনে সৈদয় মনজুর-উল-করিম, দিনাজপুর ২ আসনে মো. এরশাদ হোসেন, দিনাজপুর-৩ আসনে সৈয়দ মাহমুদ-উল-করিম, দিনাজপুর ৪ আসনে মো. মোজাফ্ফর হোসেন, দিনাজপুর ৫ আসনে মো.শফিকুল ইসলাম, গাইবান্ধা ১ আসনে মো. গোলাম আহসান হাবীব মাসুদ,গাইবান্ধা ৪ আসনে মো. সানোয়ার হোসেন (সানু), বগুড়া ২ আসনে শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ৩ আসনে ইকবাল হোসেন, ঢাকা ৯ আসনে মো. আব্দুল মোতালেব, ঢাকা ৮ আসনে হাসিনা হোসেন, ঢাকা ৬ আসনে ববি হাজ্জাজ, ঢাকা ৭ আসনে মো. আফতাব হোসেন মোল্লা, ঢাকা ২ আসনে সৈয়দ মঈনউদ্দিন (রিপন), ঢাকা ১৮ নং আসনে মো. রেজাউল ইসলাম স্বপন, ঢাকা ১৯ আসনে ইদ্রিস আলী, মানিকগঞ্জ ১ আসনে মো. ফারুক হোসেন (আসাদ), কিশোরগঞ্জ ২ আসনে মীর আবু তৈয়ব মো.রেজাউল করিম, নেত্রকোনা ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, নেত্রকোনা ৫ আসনে মো. এম আর মাসুম, গাজীপুর ১ আসনে মো. হুমায়ন কবির, জামালপুর ৫ আসনে আল আমিন জুরহমান, কক্সবাজার ২ আসনে মো. শহিদুল্লাহ, কক্সবাজার ৪ আসনে এ্যাড. সাইফুদ্দিন খালেদ, কক্সবাজার ১ আসনে মুহাম্মদ ফয়সাল, নোয়াখালী ২ আসনে হাছিবুল হাছান, ফেণী ১ আসনে তারিকুল ইসলাম,কুমিল্লা ২ আসনে হাজী মো. নূরে আলম ভূইয়া, কুমিল্লা ৯ আসনে মুহাম্মদ আব্দুল আউয়াল, কুমিল্লা ১০ আসনে মো. আবুল কালাম আজাদ, পটুয়াখালী ১ আসনে খবির উদ্দিন রেজা হাওলাদার, রাজশাহী ৬ আসনে মো. আব্দুর রাজ্জাক, মেহেরপুর ২ আসনে মো. জাবেদুর রহমান, সিরাজগঞ্জ ৬ আসনে মো.হাবিবুর রহমান এবং ময়মনসিংহ ৬ আসনে আবু সাঈদ মহিউদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীরা
লালমনিরহাট-২ আসন থেকে মো. বাদশা মিয়া, নাটোর ১ আসনে মো. মাকসুদুর রহমান, নাটোর ৪ আসনে শান্তিরিবারু, পাবনা ১ আসনে ডা. মো. শফিকুল ইসলাম, পাবনা ৪ আসনে মো. রুহুল আমিন, কুষ্টিয়া ১ আসনের আবদুল খালেক, কুষ্টিয়া ২ আসনে মারফত আলী মাষ্টার, চুয়াডাঙ্গা ১ আসনে মোছা. মেরিনা আক্তার, বাগেরহাট ১ আসনে এস.এইচ.খান আসাদ, খুলনা ২ আসনে এস.এম ইসলাম আলী, ঝালকাঠি ১ আসনে মোহাম্মদ মোদাচ্ছের হোসেন খান, শেরপুর ২ আসনে মো. রফিকুল ইসলাম সেলিম, শেরপুর ৩ আসনে খোন্দকার আতিকুর রহমান, ময়মনসিংহ ৮ আসনে সাইফ উদ্দিন আহমেদ মনি, ঢাকা ১১ আসনে শরীফ মো. মিরাজ হোসাইন, গাজীপুর ২ আসনে সৈয়দ মো. আবদুল হান্নান নূর, সুনামগঞ্জ ১ আসনে এ্যাড.বদরুদ্দোজা সুজা, সিলেট ১ আসনে আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, ব্রাক্ষণবাড়িয়া ৫ আসনে এ কে এম আশরাফুল আলম, কুমিল্লা ৩ আসনে সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা ৮ আসনে খোন্দকার জিল্লুর রহমান, চাঁদপুর ৪ আসনে মাহবুবুর রহমান ভূঁইয়া।