গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি সুজনের

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুজনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুজনের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, সিলেটের বিভাগীয় সমন্বয়কারী আব্দুল হালিমসহ জেলার অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সেদিকে নির্বাচন কমিশনকে খেয়াল রাখতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তাছাড়া সবাইকে নির্বাচনী আচরণবিধির প্রতি সচেষ্ট থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।