ইনাম চৌধুরীর মন-মানসিকতা ভালো : অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার দুপুরে সিলেট নগরীর টিলাগড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : ইউএনবি

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর মন-মানসিকতা ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, বিএনপির মন-মানসিকতা ছোট, কিন্তু ইনাম আহমদ চৌধুরীর মন-মানসিকতা ছোট নয়।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর টিলাগড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন অর্থমন্ত্রী।

তাঁর সঙ্গে ইনাম চৌধুরীর দেখা করার প্রসঙ্গে আবুল মাল আব্দুল মুহিত বলেন, তাদের দুই পরিবারের মাঝে তিন প্রজন্মের সম্পর্ক রয়েছে। তার ধারাবাহিকতায় ইনাম চৌধুরী দেখা করেছেন। ‘আমাদের এ সম্পর্ক কখনই কাটবে না।’

বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী মুহিতের বাসায় যান ইনাম চৌধুরী। তিনি বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে কথা বলেছেন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশের কাছে কালো তালিকা থাকে, তারা সে অনুযায়ী কাজ করছে। রাজনৈতিক বিরোধ থেকে কিছু করছে না পুলিশ। এমন কিছু হলে ভুল হয়ে থাকতে পারে।’

জামায়াতে ইসলামী দলেও মুক্তিযোদ্ধা আছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মন্তব্যের জেরে মুহিত বলেন, ‘জামায়াত বাংলাদেশের শত্রু। টর্চের আলো জ্বালিয়েও জামায়াতের মধ্যে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না।’

নির্বাচনের পরিবেশ সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। সুন্দর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।