ঘরে বৃদ্ধ দম্পতির লাশ, স্ত্রীসহ সন্দেহভাজন ছেলে আটক

Looks like you've blocked notifications!

বরগুনা সদর উপজেলার নলী এলাকায় শুক্রবার সকালে নিজ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুল মান্নান (৭৫) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৬০)। এ ঘটনায় তাঁদের বড় সন্তান রনি ও তাঁর  স্ত্রী কলি আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ওই দম্পতি ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্বজনরা তাদের মৃত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, বড় সন্তান রনি বরগুনা শহরে খাবার হোটেলের ব্যবসা করেন। সম্প্রতি তিনি ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে এক লাখ টাকা দাবি করেন। এ নিয়ে সৃষ্ট পারিবারিক কলহ মীমাংসার জন্য শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ মোহাম্মদ হোসেন বলেন, বৃদ্ধ দম্পতির সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধ দম্পতির বড় ছেলে রনি ও তাঁর স্ত্রী কলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।