আইএস জড়িত নয়, ইতালিও একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জড়িত নয়, এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে ইতালির দূতাবাসও একমত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এর আগে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাই ইতালির নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত নয়, এ ব্যাপারে আমরা নিশ্চিত। ইতালির রাষ্ট্রদূতও এ রকমই মনে করেন।’

‘হত্যাকারীদের ধরতে জোর চেষ্টা চলছে’ উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তিনি (মারিও পালমা) এসেছিলেন। হত্যাকারীদের ধরতে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, সে সম্পর্কে তাঁদের অবহিত করেছি।’

কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সরকার মনে করছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এনজিও কার্যক্রমসহ তিনি (তাভেলা) যেসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সব বিষয়ই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ সময় দেশের নিরাপত্তা বিষয়ে অন্য আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক এলাকাগুলোসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভির আওতায় আনা হবে।’

গত সোমবার সন্ধ্যায় গুলশানে ইতালির ওই নাগরিককে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ দিনই যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস ) দায় স্বীকারের খবর প্রকাশ করে।