যে কারণে বাতিল হলো হিরো আলমের মনোনয়ন

Looks like you've blocked notifications!
আলোচিত হিরো আলম। ছবি : সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন এ ঘোষণা দেন।

নির্বাচন কর্মকর্তা বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তাঁর নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর সংগ্রহ করে জমা দেওয়া লাগে। হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। সেজন্য তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে অংশ নেন তিনি।