কুমিল্লার ১১টি আসনে ৩৬ জনের প্রার্থিতা বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে ১৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে ৩৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। ৯৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আজ রোববার নিজ দপ্তরে এ তথ্য জানান কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সকাল থেকে বিকাল পর্যন্ত বাছাইয়ের কাজ চলে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কুমিল্লা-১ আসনে ৩ জন, কুমিল্লা-২ আসনে ৫ জন, কুমিল্লা-৩ আসনে ১০ জন, কুমিল্লা-৪ আসনে ৫ জন, কুমিল্লা-৫ আসনে ৩ জন এবং কুমিল্লা-৬ আসনে ১ জন, কুমিল্লা-৮ আসনে ১ জন, কুমিল্লা-৯ আসনে ৩ জন, কুমিল্লা-১০ আসনে ৩ জন ও কুমিল্লা-১১ আসনে একজনসহ সর্বমোট ৩৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিএনপির ড.খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের আবদুল মতিন খসরু, বিএনপির শওকত মাহমুদ, কুমিল্লা-৭ আসনে এলপডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের আ হ ম মোস্তাফা কামাল, এবং কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের মুজিবুল হক এর প্রার্থী বৈধ বলে ঘোষণা করা হয়।
কুমিল্লায় মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কে এম মুজিবুল হক, তাঁর ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তাঁর ছেলে আহসানুল আলম কিশোর, কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ইউনুস এবং কুমিল্লা-১০ আসনে আবদুল গফুর ভূঁইয়া।