ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনাকর্মকর্তারা

Looks like you've blocked notifications!
ছবি তোলার জন্য দিল্লি গেট প্রাঙ্গণে স্ত্রীদের সঙ্গে নিয়ে পোজ দিয়ে দাঁড়ান ভারত সফররত বাংলাদেশের সেনা কর্মকর্তারা। ছবি : আইএসপিআর

সাত দিনের ভারত সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

৫০ সদস্যের প্রতিনিধি দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ কর্মকর্তা ও তাঁদের স্ত্রীরা গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে ভারত সফরে যান। সফরকালে তাঁরা দিল্লি, আগ্রা ও কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে দ্বিপাক্ষিক সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল ভারতে গেলেন।

আইএসপিআর আরো জানায়, পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীরও এমন প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং এধরনের দ্বিপাক্ষিক সফর চলমান থাকবে।