তৃতীয় লিঙ্গের ঘর ভেঙে নর্দমা
সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর আপন ভাই ও পরিবারের সদস্যরা নর্দমা তৈরির জন্য তাঁর বসতঘর ভেঙে ফেলেন। তিনি বাধা দিতে গেলে তাঁকে মারধর করে অচেতন করা হয়।
আজ বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মোহাম্মদ আলী ওরফে সোনালী। তিনি কালীগঞ্জ উপজেলার মাঘুরালি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আলী ওরফে সোনালী জানান, দাদা উসমান আলী তাঁদের চার ভাই মোহাম্মাদ আলী (সোনালী), সওগাত আলী, শমসের আলী ও আবুল হোসেনের নামে ২০ শতক জমি রেজিস্ট্রি করে দেন। সেই জমিতে ঘরবাড়ি তৈরি করে তাঁরা বসবাস করছিলেন। গত ২০ সেপ্টেম্বর তাঁর ভাই সওগাত আলী ও সওগাতের ছেলে সাইফুল ইসলাম বাড়ির নর্দমা তৈরি করার জন্য তাঁর বসতঘরের একাংশ ভেঙে ফেলেন। এতে আপত্তি করায় সওগাত আলী, তাঁর ছেলে সাইফুল, আনিসা বিবি, বোন আয়েশা ও স্ত্রী নাসিমা খাতুন তাঁকে মারধর করেন। মারধরের কারণে অচেতন হয়ে গেলে গ্রামের বাসিন্দারা তাঁকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
সোনালী আরো জানান, এ ব্যাপারে মামলা করতে তিনি কালীগঞ্জ থানায় গেলে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম বলেন, ‘পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে আলীর অধিকার আছে সম্পত্তিতে। আলী ওরফে সোনালী স্থানীয় একজন ভোটার উল্লেখ করে চেয়ারম্যান জানান, তাঁর জমি ও অধিকার আদায়ে তিনি তাঁকে সহযোগিতা করবেন।