জানালেন মির্জা ফখরুল

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা সন্ধ্যায় আসতে পারে

Looks like you've blocked notifications!
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সন্ধ্যার মধ্যে সারা দেশে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমেই একটা প্রহসনে পরিণত হতে চলেছে। আজকে সরকারি দল, তারা সরকারে আছে এবং সরকারের সব প্রতিষ্ঠানকে, যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনকে তারা পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখছে এবং রাখার চেষ্টা করছে।’

একতরফা নির্বাচনের উদ্দেশ্যেই এ নিয়ন্ত্রণ রক্ষা করা হচ্ছে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘উদ্দেশ্য একটাই, যেটা আমরা বারবার বলে আসছি যে তারা আবারও একটা একতরফা নির্বাচন করে, তাদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে রেখে তারা আবার ক্ষমতায় যেতে চায়।’

শুধু তাই নয়, বিরোধী দলকে কোণঠাসা করতে তাদের ওপর যত ধরনের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন করা যায়, সরকার সব রকম কৌশল প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।