ভৈরবে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার দুই শতাধিক ও পৌর এলাকার কালীপুর গ্রামের শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁরা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নৌকার মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।

আজ শনিবার দুপুরে ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার দুই শতাধিক ও পৌর এলাকার কালীপুর গ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ক্ষমতাসীন দলটিতে যোগ দেন। এতে নেতৃত্ব দেন গজারিয়া ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনউদ্দিন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল্লাহ বিএনপির ওই নেতাকর্মীদের দলে স্বাগত জানান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অব্যাহত, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং মাদক ব্যবসা বন্ধে নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা হাত তুলে পাপনকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এই যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, অধ্যাপক ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ ফজলুল ওয়াহাব মামুন, মো. সিরাজ মিয়া, আবু বকর ছিদ্দিক, দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন মুছা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।