ধানের শীষ নিয়ে লড়বেন ২৯৮ জন

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এঁদের মধ্যে ২৪২ জন বিএনপিদলীয় প্রার্থী। ১৯ জন বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। বাকি ৩৭ জন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী।

৩০০ সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-১৪ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ ও কক্সবাজার-২ আসন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। সেখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই। অলি আহমেদ তাঁর দলীয় প্রতীক ‘ছাতা’ ও হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দল ও জোটের ২৯৮ জনের তালিকা চূড়ান্ত করে তাদের ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সচিব বরাবর চিঠি দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে প্রার্থীদের নামের তালিকা তুলে ধরা হয়েছে। তালিকাটি নিচে দেওয়া হলো :