লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন না শাহ মোয়াজ্জেম

Looks like you've blocked notifications!
বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনে দলের মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনে দলের মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন মুখে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও তিনি ভোটের মাঠে তা দেখছেন না।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি ও সচিব বরাবর এসব বিষয়ে লিখিত অভিযোগ জানান শাহ মোয়াজ্জেম। পরে তিনি সাংবাদিকদের বলেন, গত শনিবার এক অসুস্থ কর্মীকে দেখতে যাওয়ার সময় সিরাজদীখানের কুচিয়ামোড়ায় ২৫ থেকে ৩০ দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে তাঁর ও নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শাহ মোয়াজ্জেম বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ২৫/৩০ জন লাঠিসোটা নিয়ে আমার ও আমার নেতাকর্মীদের গাড়ির ওপর আক্রমণ চালায়। পাঁচ থেকে ছয়টি গাড়ি তারা ভাঙচুর করে। আমার চার/পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমাকে কয়েক দফা গুলি করেছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে।’ সেদিন পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পুলিশকে পাননি বলে জানান তিনি।

‘এরা প্রতিদিনই বলে লেভেল প্লেয়িং ফিল্ড। অথচ আমি পুলিশ পেলাম না, সব কর্মী চেষ্টা করেছে পুলিশের সঙ্গে যোগাযোগের। অনেক চেষ্টা করেও পুলিশ পেলাম না। এরা সব সময়ই বলে লেভেল প্লেয়িং ফিল্ড। অথচ লেভেল প্লেয়িং ফিল্ড কাহাকে বলে? লেভেল প্লেয়িং ফিল্ড কী? আমি তো কিছু পেলাম না।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমার কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে যে, আমার কর্মীরা নাকি পুলিশ পিটিয়েছে। অথচ আমরা পুলিশই পেলাম না সেদিন। কোনখানে লেভেল আর কোনখানে প্লেয়িং, সেটা তো বুঝলাম না।’

নির্বাচন কমিশন সচিব ও একজন কমিশনারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে।’