ঝালকাঠিতে প্রতীক পেয়ে আ.লীগ-বিএনপির প্রচার শুরু

Looks like you've blocked notifications!
ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষে আজ সোমবার নৌকা প্রতীকের আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন দলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

ঝালকাঠিতে প্রতীক বরাদ্দ পেয়ে আজ সোমবার দুপুর ২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

দুপুরে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষে নৌকা প্রতীকের আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন দলের নেতাকর্মীরা।

শহরের রোনালসে সড়কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল শেষে তাঁরা নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এর কিছুক্ষণ পরেই ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন দলের নেতাকর্মীরা। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়।

আওয়ামী লীগ বিগত দিনের উন্নয়ন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা শুরু করলেও বিএনপি এখনো শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচার-প্রচারণার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা।

এর আগে আজ বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হামিদুল হক তাঁর কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের হাতে প্রতীক তুলে দেন। ঝালকাঠি-১ আসনে পাঁচজন ও ঝালকাঠি-২ আসনে পাঁচজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের পক্ষে আজ রোববার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন দলের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

তাঁদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুনকে নৌকা, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুসকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. নূরুল হুদা ফয়েজীকে হাতপাখা ও এনপিপির প্রার্থী প্রবীর মিত্রকে আম প্রতীক দেওয়া হয়।

ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে নৌকা, বিএনপির প্রার্থী জীবা আমিনা খানকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খানকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়েজুল করীমকে হাতপাখা ও এনপিপির জাহাঙ্গীর হোসেন খানকে আম প্রতীক দেওয়া হয়।