প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপি প্রার্থীর

Looks like you've blocked notifications!
সোমবার দুপুরে ঝিনাইদহ শহরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল মজিদ। ছবি : এনটিভি

ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল মজিদ অভিযোগ করে বলেছেন, বর্তমান প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে বিএনপি নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ব্যক্তিগত লোকজন দিয়ে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা যাতে ভোটকেন্দ্রে না যায় সেজন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

আবদুল মজিদ বলেন, ‘পুলিশ প্রশাসনের লোকজনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আমাদের দলের নেতাকর্মীদের বলা হচ্ছে, ৩০ তারিখের পর এলাকায় আসবা, ৩০ তারিখের আগে এলাকায় এলে গ্রেপ্তার করা হবে।’

আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কলাবাগানপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবদুল মজিদ এসব অভিযোগ করেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুল মজিদের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় পাঁচ-ছয়জন নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নিজ বাড়িতে ডাকা সংবাদ সম্মেলনে মজিদ আরো অভিযোগ করেন, ‘জেলা ক্রীড়া সংস্থাকে প্রতিপক্ষ নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ সময় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান আবদুল মজিদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আবদুল আলীম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।