নির্বাচন কমিশন সমানভাবে দেখছে না : আছপিয়া

Looks like you've blocked notifications!
আজ সোমবার সকালে সুনামগঞ্জের কাজির পয়েন্ট এলাকায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া। ছবি : এনটিভি

নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্বাচনী কর্মিসভায় বাধা দেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া।

আজ সোমবার সকালে সুনামগঞ্জের কাজির পয়েন্ট এলাকায় নিজ বাস ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আছপিয়া। এ সময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এখনো ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফজলুল হক আছপিয়া বলেন, যেহেতু নির্বাচন কমিশন এখনো নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি করতে পারেনি তাই ভোটে কারচুপি হতে পারে, সেজন্য আমরা শঙ্কিত। নির্বাচন কমিশন আমাদেরকে অন্য দলের মতো সমানভাবে দেখছে না। শাসক দল যা বলে তারা তাই করে। জনগণ এবার স্বৈরাচারী শাসকদের বিতাড়িত করবে। আমরা চাই জাতির বিবেক সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন এবং সবার সামনে অন্যায় অবিচার তুলে ধরবেন। আমি আপনাদের সহযোগিতা চাই।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, সেলিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।