নাটোরে বিএনপি কর্মীদের মারপিটের অভিযোগ
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতন, মারপিট, হুমকি প্রদান, প্রচার মাইক ভাঙচুরসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সিংড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নাটোর-৩ আসনের বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ এসব অভিযোগ করেন।
দাউদার মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মীকে হাতুড়িপেটাসহ নানা ভাবে নির্যাতন করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে সব ধরনের প্রচার কাজে বাধা দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হয়েছে প্রচার মাইক। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান বিএনপির প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।