খাগড়াছড়িতে লাঙ্গলের প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
গতকাল বুধবার নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি : এনটিভি

খাগড়াছড়ি আসনে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রচার শুরু করেছে। উঠান বৈঠক, পথসভার পাশাপাশি ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা গতকাল বুধবার জেলার মহালছড়ি ও সদর উপজেলায় প্রচার চালিয়েছেন। বিকেলে তিনি কলেজগেট এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা করেন।

গতকাল বুধবার জেলা সদরে বিএনপির প্রার্থী প্রচার। ছবি : এনটিভি

বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষের সমর্থনে জেলা শহরের কলাবাগান ও মানিকছড়ি উপজেলায় প্রচার চালান। খালেদা জিয়ার মুক্তির জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. সালায়মান আলম শেঠ জেলার মাটিরাঙ্গার তবলছড়ি তাইন্দংসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। মাটিরাঙ্গায় প্রচার চালানোর সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাহী হাকিম তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।