গাজীপুরে বিএনপির প্রার্থী মিলনসহ তিনজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। ছবি : সংগৃহীত

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনসহ দলটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায় ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সাবেক সাংসদ মিলন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত জানিয়েছেন, ফজলুল হক মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলায় ঢাকার ডিবি পুলিশের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

এ ছাড়া আজ ভোর রাতে গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালিবকে গ্রেপ্তার  করেছে শ্রীপুর থানা পুলিশ। তাঁরা গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীর নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

ইকবাল সিদ্দিকী জানান, তাঁর নির্বাচনী প্রচারণায় বিঘ্ন ঘটাতে গায়েবি মামলায় বিএনপির ওই দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।