গাড়িবহরে হামলা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অপমান: ড. কামাল

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। ছবি : ইউএনবি

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আজ শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের কাছে তাঁর গাড়িবহরে হামলার ঘটনাটিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গুরুতর অপমান বলে বর্ণনা করেছেন।

শুক্রবার বিকালে রাজধানীর পুরানাপল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানান।

সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিস্তম্ভের কাছেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা করা হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে হামলায় ড. কামালের কোনো ক্ষতি হয়নি।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইং সদস্য লতিফুল বারি হামীম জানান, ড. কামাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক ও রেজা কিবরিয়াকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ড. কামাল বাড়ি ফেরার জন্য স্মৃতিস্তম্ভের গেটের কাছে পৌঁছালে তাঁর গাড়িতে স্থানীয় ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হকের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে জানান লতিফুল বারি হামীম।

লতিফুল আরও জানান, সরকারি দলের লোকেরা আ স ম আব্দুর রব, জগলুল হায়দার আফ্রিক ও ঢাকা-১৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবু বকর সিদ্দিক সাজুকে বহনকারী গাড়িতেও হামলা চালায়। এ সময় আক্রমণ প্রতিহত করতে গিয়ে সাজু ও রবের গাড়িচালকসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। রবের গাড়িচালকে হাসপাতালে নেওয়া হয়।