‘গাড়ি ভাঙল আমাদের, মামলাও হয়েছে আমাদের বিরুদ্ধে’

Looks like you've blocked notifications!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গাড়িগুলো ভাঙল আমাদের। কোনো কারণই ছিল না। হঠাৎ করে এসে গাড়িগুলো ভেঙ্গে দিল। পরে আবার মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে।’

গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে  আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের গাড়ি বহরে হামলা হলেও আমরা মামলা করিনি। কারণ নির্বাচনটা হওয়া উচিৎ। কিন্তু উল্টো বিএনপির নেতাকর্মীদের নামেই মামলা করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘আমরা কি করব? কিছু করার না করার মালিক তো নির্বাচন কমিশন । বিব্রত কে হবে? বিব্রত জাতি হয়ে গেছে। কিন্তু তারা তো বিব্রত বোধ করেন। আমি বলেছি যে, আমি বেগুনবাড়ি যাচ্ছি, পুলিশ ফোর্স ছিল। ইন ফ্রন্ট অফ দেম।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের। গাড়িগুলো ভাঙল আমাদের। কোনো কারণই ছিল না। হঠাত করে এসে গাড়িগুলো ভেঙ্গে দিল। তো সেটার পরে মামলা আবার হয়েছে, আমাদের বিরুদ্ধে। আজকে শুনলাম। এই রকম কেন? আমরা ইসিকে বলেছি, এসপিকে বলেছি, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, সিইসি বিব্রত বোধ করেছেন। তারপরে মামলা উল্টা আমাদের উপরে হয়েছে।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘আমাদের একজনকে অ্যারেস্টও করে নিয়ে গেছে। তো এই যে কন্ট্রাডিকশন, এইগুলো তো আপনার কখনো ভালো ফল দেয় না।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমি এখনো মনে করি, যে আমাদের রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, তাদের নিরাপত্তাটা আগে এনসিওর করতে হবে। এটাই তো চিরস্থায়ী নয়। ক্ষমতা কি কোনোদিন কারো চিরস্থায়ী থাকে ? থাকে না তো। আমার দুঃখ হয় যে এটা নিয়ে আমাদের এখানকার যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তাদের কোনো মাথাব্যাথা নেই। আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না। সরি টু সে, যে এটা এখানে খুব বেশি কন্সট্রাক্ট দেখায়নি।’

এদিকে, ঠাকুরগাঁও ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী রমেশচন্দ্র গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি মির্জা  ফখরুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন।

এ বিষয়ে ফখরুল বলেন,  ‘উনার কথা মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমি নিজে ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছি। আমি জানিয়েছি আমি বেগুনবাড়িতে যাচ্ছি। সেখানে একটা পুলিশ ফোর্স উপস্থিত ছিল। তাই রমেশচন্দ্র সেন যেসব অভিযোগ তুলেছেন তা সঠিক নয়।’

গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় সাতটি গাড়ি ভাংচুর করা হয়।