ড. কামালের ওপর হামলার তদন্ত হবে : সিইসি

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ শনিবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : এনটিভি

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ওপর হামলার তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা জানান।

কে এম নুরুল হুদা বলেন, ‘ড. কামালের ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা খুবই  দুঃখজনক। তিনি একজন সিনিয়র সিটিজেন, প্রখ্যাত লোক। এটা কাম্য নয়। তাঁর ওপর হামলার ঘটনায় ফৌজদারী অপরাধ হয়েছে। যেভাবে ব্যবস্থা হওয়ার, সেভাবে হবে। এতে ঐক্যফ্রন্ট একটি আবেদনও করেছে। আমরা নির্বাচনী তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাচ্ছি।’

এ সময় রফিকুল ইসলাম ছাড়া অন্য তিন নির্বাচন কমিশনার সেখানে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় ড. কামালের গাড়ি বহরে হামলা করা হয়।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক দাবি করে বলেন, ‘এ হামলায় নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, মিরপুরের শাহআলী থানা ছাত্রলীগ সভাপতি জাকির হোসেনসহ শাহআলী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।’

পরে গণফোরামের গণমাধ্যম শাখার সদস্য লতিফুল বারী হামিম দাবি করেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ গণফোরামের নেতারা ছিলেন। তাঁরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হকের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় আ স ম আবদুর রবের গাড়ির চালক আহত হয়েছেন।’

পরে আজ দুপুরে এ ঘটনার বিচার চেয়ে ইসিতে চিঠি নিয়ে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিইসি।