কিশোরগঞ্জে বাসের ধাক্কায় ৩ কিশোর নিহত

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া এলাকায় বাসের ধাক্কায় নিহত তিনজনের মধ্যে দুজনের পাশে লোকজনের ভিড়, স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন কিশোর হলো সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সৈকত, পাঠানকান্দি গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে মিলন ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ। এদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ছিল। তিনজনের বয়স ১৫ বছরের কাছাকাছি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দুর্ঘটনায় তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত, মিলন ও শুভ একই মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সৈকত ও মিলন মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।