শিখরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী
মাগুরা-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মাগুরা জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি একই আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর হাতে হাত রেখে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে মাগুরার আসাদুজ্জামান মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা হাসান সিরাজ সুজা।
সভায় মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতে হাত রেখে একসঙ্গে মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন হাসান সিরাজ সুজা। এ সময় জেলার পাঁচ শতাধিক জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক মেয়র খুরশিদ হায়দার টুটুল, অধ্যাপক কামরুজ্জামান চাদ, জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র, ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম ফিরোজ প্রমুখ।