জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে সাইফুল-ফরিদা প্যানেল জয়ী

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে জয়ের পর নতুন সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অন্যদের উল্লাস। ছবি : ফোকাস বাংলা

জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন প্যানেল জয়লাভ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৩টি সাইফুল-ফরিদা প্যানেলের পক্ষে গেছে।

সাইফুল আলম (৬২১ ভোট) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদকে (৪৩১) হারিয়ে সভাপতি এবং ফরিদা ইয়াসমিন (৫৬৯) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খানকে (৪০৬) হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সাংবাদিক ওমর ফারুক (৪৪২) সিনিয়র সহসভাপতি এবং আজিজুল ইসলাম ভূঁইয়া (৫৫৪) সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির বাকি পদগুলোতে জয়লাভ করেছেন- যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী (৫৯৯) ও মাঈনুল আলম (৫৫৪), কোষাধ্যক্ষ শ্যামল দত্ত (৫৯৩) এবং সদস্য কুদ্দুস আফ্রাদ (৫১৫), শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), রেজোয়ানুল হক রাজা (৪৮৪), শাহনাজ বেগম (৪৬২), সানাউল হক (৪৪২), কল্যাণ সাহা (৪৩৯), জাহিদুজ্জামান ফারুক (৪২৯), সৈয়দ আবদাল আহমদ (৪১৭), বখতিয়ার রাণা (৪০১) ও হাসান আরেফিন (৩৯১)।

এর আগে সকাল ৯টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।