‘গ্রেনেড হামলার বিচার ঠেকাবে বিএনপি, তাদের ভোট দেবেন না’

Looks like you've blocked notifications!
গজারিয়া ইউনিয়নের মানিকদী খেলার মাঠে নির্বাচনী পথসভা করেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন। ছবি : এনটিভি

‘২১ আগস্টের খুনিদের রক্ষার জন্য বিএনপির প্রার্থী ভোট চায়। তারা আপনাদের মেয়ে, আমার মা শহীদ আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেনেড মেরে হত্যা করেছে। এই ঘটনার বিচারের রায় বর্তমান সরকারের আমলে হলেও রায় বাস্তবায়ন এখনো হয়নি। সেই রায়কে বাতিল করতে বিএনপি ক্ষমতায় যেতে চায়। কাজেই খুনিদের ভোট দেবেন না।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরবে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন কিশোরগঞ্জ-৬ আসনের (ভৈরব-কুলিয়ারচর) নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন। গজারিয়া ইউনিয়নের মানিকদী খেলার মাঠে ওই পথসভার আয়োজন করা হয়।

পাপন বলেন, ‘এ দেশ স্বাধীনের সাড়ে তিন বছর পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যা করার পর বিএনপি আহসানউল্লাহ মাস্টার, গোলাম কিবরিয়াকে হত্যা করে। খালেদা জিয়া স্বাধীনতার বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে এ দেশের পতাকা তুলে দেয়।’

পাপন আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে দেশে লুটপাট কায়েমসহ জঙ্গিদের মদদ দিয়ে মানুষ হত্যা করে। আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলেই দেশের উন্নয়ন হবে। বিএনপি খুনিদের দল, তাই তাদের ভোট দেবেন না। ’

এ ছাড়া দেশের উন্নয়নের কথা বিবেচনা করে নির্বাচনে নৌকায় ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান নাজমুল হাসান পাপন।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পাপন ছাড়াও কথা বলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের ব্যক্তিগত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, সহসভাপতি হাজি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাখাওয়াত উল্লাহ মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক চেয়ারম্যান মো. শহীদুল্লাহ কায়সার প্রমুখ।