ভোটের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করুন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোটের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন, গণনা পর্যন্ত থাকবেন। আপনার ভোটে গণতন্ত্র মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবেন।’
আজ বুধবার কুমিল্লার চান্দিনায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সকালে নির্বাচনী প্রচারে কুমিল্লার দিকে রওনা দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। চান্দিনায় আয়োজিত পথসভায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপি নেতা রেদোয়ান আহমেদের পক্ষে ভোট চান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘রেদোয়ান আহমেদ ভালো মানুষ। আপনারা তাঁকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। গণতন্ত্রকে বিজয়ী করুন।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার, লেখার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৪ সালে বিনা ভোটোর নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে। আজও ক্ষমতায় আছে। রাষ্ট্রের সব শাখা দখল করে রেখেছে।’
বিএনপির মহাসচিব বলেন, “আজ খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে, যিনি আজীবন গণতন্ত্রের গান গেয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা জাতীয় ঐক্য গঠন করে নির্বাচনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করো।’ এরা জনগণের ভোটকে ভয় পায়, তাই মেরে-কেটে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জনগণের মতকে উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চায়।”
মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচনে কোনো নিরপেক্ষতা নেই। এ নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণকে বোকা মনে করবেন না। জনগণ জানে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা সব ষড়যন্ত্র ধ্বংস করে দেবে।’