এত বড় রাজনৈতিক সংকট কখনো আসেনি : মির্জা ফখরুল
বাংলাদেশে এত বড় রাজনৈতিক সংকট আর কখনো আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের যত আইন-কানুন আছে সেগুলোর কোনো প্রয়োগ হচ্ছে না। এখন নির্বাচনে দেখা যাচ্ছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হচ্ছে পুলিশ। আমাদের দলের প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাতে পারছেন না।
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এক কর্মিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন। এখন যে রাজনৈতিক অবস্থা তা থেকে আমাদের মুক্তির কোনো বিকল্প নেই। তাই এ নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, গণতন্ত্র ও দেশের স্বার্থে। এর কোনো বিকল্প নেই।
বিএনপির মহাসচিব বলেন, আর যেন একদলীয় স্বৈরশাসক আসতে না পারে, জনগণের ওপর যেন একদলীয় শাসন স্থায়ী হতে না পারে সে জন্য আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে। ৩০ তারিখ ভোট বিপ্লব ঘটাতে হবে। কারচুপি ঠেকাতে হবে। সবাইকে সকাল থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। ৩০ তারিখ আমাদের শেষ পরীক্ষা। তাই বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের বিজয়ী হতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত পরশুদিন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, আড়াই ঘণ্টা কথা বলেছি। কিন্তু আমাদের কোনো প্রশ্নের উত্তর পাইনি। আমরা আসার পর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই বলেছেন, দেশে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন লেভেল প্লেয়িং ফিল্ড একটি প্রহসনে পরিণত হয়েছে।
বিএনপি ও জোটের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩০ তারিখ আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে।