আফরোজা আব্বাসকে ‘সহযোগিতা’ করতে চান সাবের হোসেন

Looks like you've blocked notifications!
ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস (বাঁয়ে) ও আওয়ামী লীগের প্রার্থী সাংসদ সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা-৯ আসনে নির্বাচনের পরিবেশ উন্নত করতে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ের বুজ মতি ভবনে এক সংবাদ সম্মেলনে বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমি জানি, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর (আফরোজা আব্বাস) পক্ষে সহজ নয়। কেননা তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। আমি তাঁকে সহযোগিতা করতে চাই।’

দক্ষিণ গোড়ানে মঙ্গলবার আফরোজা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমি ব্লেইম গেম খেলতে চাই না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থীর সমর্থকরা গত ১২ ডিসেম্বর কমলাপুর ও মাদারটেকে দুইবার হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়। আফরোজার মিডিয়া সমন্বয়ক নাহিদ নুরুল এ ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন।

এক সপ্তাহ পর গতকাল দক্ষিণ গোড়ানে তাঁর প্রচারণায় ফের হামলা হয়। আফরোজা আব্বাস অভিযোগ করেন, হামলায় আওয়ামী লীগ ও এর শীর্ষ সংগঠনের নেতাকর্মীরা জড়িত।

এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমি সন্ত্রাস ও সহিংসতায় বিশ্বাস করি না। নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ থাকুক আমি সেটাই চাই।’