বাগেরহাটে বাস উল্টে নিহত ৩

Looks like you've blocked notifications!
রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় বাসটি উল্টে গেলে তিনজন নিহত হন। ছবি : এনটিভি

বাগেরহাটে বাস উল্টে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কামরুল (৩৫) ও ফেরদৌস (৫০)। এর মধ্যে মোংলার বাসিন্দা কামরুল ছিলেন বাসচালকের সহকারী (হেলপার)। ফেরদৌস রামপাল এলাকার বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আল আরাফাত পরিবহন রামপালের সোনাতুনিয়া এলাকায় এসে মহাসড়কের ওপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সকাল ৮টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় রায় জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ উদ্ধারকাজ তদারক করেছে বলে জানান ওসি মলয় রায়।