চট্টগ্রাম বন্দরে দুর্নীতির তদন্ত শুরু

Looks like you've blocked notifications!
এম এ লতিফের নেতৃত্বে তিন সদস্যের সংসদীয় উপকমিটি চট্টগ্রাম বন্দরের দুর্নীতির তদন্ত শুরু করেছে। ছবি : মো. এনামুল হক

চট্টগ্রাম বন্দরের জন্য জাহাজ কেনাসহ বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত তিন সদস্যের সংসদীয় উপকমিটি আজ মঙ্গলবার সকাল থেকে তদন্ত শুরু করেছে।

ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ হাতে নিয়ে কমিটির আহ্বায়ক, সংসদ সদ্স্য এম এ লতিফ সরেজমিন তদন্ত শুরু করেন। এ সময় কমিটির অপর দুই সদস্য আনোয়ারুল আজিম, শামসুল হক চৌধুরী ছাড়াও সংসদ সদস্য ফজলে করিম ও বন্দরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সদস্যরা বন্দরের জন্য কেনা কন্টেইনার জাহাজ, বে-ক্লিনার জাহাজ, ড্রেজার ও অ্যাম্বুলেন্স শিপসহ সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন। এ সময় প্রায় ২৫০ কোটি টাকার এসব কেনাকাটায় ব্যাপক আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দেখা হবে বলে জানান কমিটির আহ্বায়ক এম এ লতিফ। তিনি বলেন, ‘স্পেসিফিক অভিযোগ ছয়টার মতো আছে। তারপরও বন্দরের সব কার্যক্রম সম্পৃক্ত যতগুলো অভিযোগ আছে, আমরা সবই দেখতে পারি।’ পরবর্তী সময়ে এ অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি।