নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের প্রতিবাদে রিজভীর মিছিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে দলটি।
দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাসহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশব্যাপী পুলিশের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতার প্রতিবাদে সোচ্চার কণ্ঠে মিছিলে মুহুর্মুহু স্লোগান দেন। মিছিল শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
রিজভী তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে একতরফা করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। দেশনেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, এখন সরকার ধানের শীষের জোয়ার টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে নির্বাচনী মাঠ ভোটারশূন্য করে যাচ্ছে। তবে গত ১০ বছরের অপকর্ম আর অপকীর্তি জনগণ আর মেনে নেবে না। এই নির্বাচনেই জনগণের ভোটে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন হবে। তিনি সরকারের যেকোনো উসকানিতে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এরপর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।