নেতাকর্মী ছাড়াই নির্বাচনী মাঠে কনকচাঁপা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট চান। ছবি : এনটিভি

নানা আলোচনা ও সমালোচনা শেষে দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াই স্বামীকে নিয়েই হাসিমুখে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (সদরের আংশিক ও কাজীপুর) আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট চান কনকচাঁপা। এ সময় বিএনপির কোনো  নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন না। গণসংযোগে তাঁর স্বামী সুরকার মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

গণসযোগের সময় কনকচাঁপা বলেন, প্রচারণায় সরাসরি বাধা না দিলেও মোবাইল ফোনে হুমকীর সম্মুখীন হতে হয়েছে। তারপরও বাধা থাকলেও আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে। প্রথম দিনেই মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি ভালো ফলাফল আশা করছি এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট চান। ছবি : এনটিভি

এদিকে কনকচাঁপার গণসংযোগ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার সময় পুলিশ তাঁর নিরাপত্তা দিয়েছে। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থকরা দূরত্ব বজায় রেখে সৌজন্যতা দেখিয়েছে। কনকচাঁপা বলেন, ‘জনগণকে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার দিতে হবে। আমরা কেন আমাদের মার্কার জন্য ভোট চাইতে পারবো না?’ প্রচারণা শেষে তিনি তাঁর নির্বাচনী এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান।