লক্ষ্মীপুরে ইলিশ ধরায় দায়ে ৩৭ জেলের কারাদণ্ড
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ৩৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১১ কিশোর জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলায় পৃথক আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ৩৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ ধরার সময় এই জেলেদের আটক করে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্লাহ এনটিভি অনলাইনকে জানান, অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে সদর উপজেলার ১৬, কমলনগরের ১০ ও রামগতির ২২ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩৭ জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১১ কিশোর জেলেকে জরিমানা করা হয়।
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।