ঝিনাইদহে নৌকায় ভোট চাইছে পুলিশ : বিএনপির প্রার্থী ফিরোজ
ঝিনাইদহ-৪ আসনে পুলিশ প্রশাসনের লোকজন নৌকার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
আজ সোমবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাইফুল ইসলাম ফিরোজ।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক ফিরোজ বলেন, পুলিশের লোকজন বিএনপির কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার ব্যাপারে হুমকি-ধমকি দিচ্ছে। শুধু তাই নয়, সাধারণ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থা চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইফুল ইসলাম ফিরোজ। বলেন, ‘জাতীয়তাবাদী চেতনার মানুষ, জাতীয়তাবাদী চেতনার নেতাকর্মীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে, এবং তার জন্য যদি আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়, তার জন্য যে পরিস্থিতি তৈরি হবে তার সব দায়দায়িত্ব এই নির্বাচন কমিশনকে নিতে হবে।’
কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল ইসলামসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।