রামপালে সেনা ও মোংলায় নৌবাহিনী মোতায়েন

Looks like you've blocked notifications!

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে দুই ধরনের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। মোংলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনী আর রামপালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

গতকাল সোমবার বিকেল থেকে নৌ ও সেনাসদস্যরা স্ব-স্ব এলাকায় টহল দিতে শুরু করেছেন।

মোংলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও রামপালের সহকারী রিটার্নিং কর্মকর্তা তুষার কুমার পাল জানান, এ আসনে দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্রবন্দর, বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, একটি পৌরসভা, দুটি উপজেলা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে নৌবাহিনীর ঘাঁটি থাকার সুবিধার্থে এখানে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। আর যশোর সেনানিবাস থেকে রামপালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মোংলা সরকারি কলেজে নৌবাহিনী এবং রামপাল সরকারি কলেজে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা।